Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

জন্ম ইতিহাসঃ সরিষা ইউনিয়ন পরিষদ ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অধ্যাদেশ বলে ১৯৭৪ সালে ২৮/০১/১৯৭৪ তারিখে অত্র ইউনিয়ন সৃষ্টি হয়।(সোমবার ১৫ই অক্টোবর ১৯৭৩ বাংলাদেশ গেজেট)।

স্থাপিতঃ বহলাডাঙ্গা গ্রামের ৬ নং ওয়ার্ডে।

ইউনিয়নের নিজস্ব জমির পরিমাণঃ ১.৯৯ একর।

ইউনিয়নে মোট ১৫টি মৌজা আছে।

ইউনিয়নে মোট খানা সংখ্যাঃ- ৪০৭২ টি।

ইউনিয়নে মোট জমির পরিমানঃ-২০৬৫ হেক্টর।

মোট গ্রামঃ২৩টি, কলেজঃ ১ টি, উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৫টি,বেসরকারী রেজিঃপ্রাঃবিদ্যাঃ ৫ টি,বেসরকারী প্রাঃ বিদ্যাঃ ১ টি, মাদ্রাসাঃ ৫টি, মসজিদঃ৩৩টি,মন্দিরঃ২৩টি,হাটবাজারঃ ৪টি,নদীঃ২টি,খালঃ৯টি, গোরস্থানঃ১৩টি,শ্বশানঃ ৪টি।

ইউনিয়নের মোট ভোটার সংখ্যাঃ ১২১৩৪ জন। বয়স্ক ভাতাঃ৪৩০ জন,বিধবা ভাতাঃ১৬০ জন,প্রতিবন্ধী ভাতাঃ৫৯ জন, ভিজিডি সংখ্যাঃ১০১টি,নলকূপ সংখ্যাঃ১০৫৯টি,অগভীর নলকূপঃ৬৩৩টি,গভীর নলকূপঃ৬টি। ইউনিয়ন ভূমি অফিসঃ ১টি। ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা-২জন,হাসপাতালঃ১টি, কমিনিউটি ক্লিনিক-৪টি।ব্রীজ সংখ্যাঃ ১০টি,সুইচ গেট সংখ্যাঃ ৫টি, কাঠের ব্রীজঃ৬টি,খেয়াঘাটঃ১টি। ইউনিয়নে সড়কঃপাকা-২৫ কিঃমিঃ,হেরিং-১ কিঃ মিঃ,কাচাঃ৫০কিঃমিঃ।

উপজেলা পরিষদ পাংশা থেকে ইউনিয়নের দূরত্ব ১০ কিঃ মিঃ।ভ্যান,রিস্কা,ইঞ্জিন চালিত গাড়ী,মোটর সাইকেল ইত্যাদি যান বাহনে আসা যাওয়া করা যায়।