২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। বতর্মানে প্রায় ২০০ ছাত্র/ছাত্রী এ্ িস্কুলে পড়াশুনা করে।এ্ িস্কুলে বতর্মানেআশ্রয়ণ শাখা চালু বে প্রতিষ্ঠানটি।বিদ্্যালয়টিপ্রতিষ্ঠিত হওয়ায় অত্র এলাকার জনসাধারন খুব উপকৃত হয়েছে। পূর্বে যেমন দূরের কলেজে যেতে হত এখন তা আর হয়না। বাড়ীর কাছে স্কুলটি হওয়ায় অনেক ছেলে মেয়ে স্কুলে যেতে পারে। বিশেষ করে মেয়েদের বেশী সুবিধা হয়েছে। তাই স্থানীয় অভিভাবকগণ আনান্দের সহিত তাদের ছেলেমেয়েদের বিদ্যালয়ে পাঠায়। এখনও অনেক অবকাঠামোগত উন্নয়ন বাকী আছে। এলাকার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে স্কুলটি বিশেষ অবদান রাখছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস