বারপল্লী মহাশশ্বান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়াবনগ্রাম গ্রামে অবস্থিত।বহু পুরানো এই শশ্বান।আশেপাশের তিনটি ইউনিয়নের বারটি গ্রাম এই অর্ন্তভূক্ত। শ্শ্বানে প্রতি বছর পৌষ মাসের তিন তারিখে মহানাময অনুষ্ঠান হয়। এতে হাজার হাজার লোক অংশ গ্রহন করে।অনেক খানি জায়গা জুড়ে সিরাজপুর হাওড় নদীর তীরে এর সুন্দর পরিবেশে অবস্থান।হিন্দু ধর্ম পালন কারী লোক এই শশ্বান ব্যবহার করে।বিভিন্ন মৃত দেহ সৎকার এর জন্য আনা হয় এখানে।কাউকে পুরানো হয়। আবার কাউকে মাটি চাপা দেওয়া হয়। সবকিছু সুন্দর ভাবে নিয়ম মাফিক পালিত হয়। শশ্বানে বেশ কয়েকটি মঠ আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস