পদ্মা,মেঘনা,যমুনা, গৌরি যত দিন রবে বহমান ততদিন কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সরিষা ইউনিয়নের বিভিন্ন লোক মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। সরিষা ইউনিয়নের সরিষা প্রেমটিয়া গ্রামে ৮ নং সেক্টর এর অধীন একটি ক্যাম্প প্রতিষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সাহেবের অধীন সকল মুক্তিযোদ্ধা এ্ িক্যাম্প গঠন করে।এ ক্যাম্প ছাড়া আরও বেশ কিছু বাড়ীতে অবস্থান করে মুক্তিযোদ্ধারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য বহলাডাঙ্গা ঠান্টুর বাড়ী। বিলপদুমদিয়া মোন্তাজ মন্ডলের বাড়ী।মুক্তিযোদ্ধারা এখান থেকে বিভিন্ন জায়গায় যুদ্ধে করে। বীরত্বের সাথে যুদ্ধ করে বিভিন্ন জায়গায় জয়লাভ।যুদ্ধে বেশ কিছু লোক প্রাণ হারায়।পরিত্যাক্ত বাড়ীতে এই ক্যাম্প করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS